ফ্রান্সের মার্সেইয়ে সেনেগালের এক ফুটবলারকে ২৭ রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। সেনেগালিজ সেই ফুটবলারের নাম অ্যাডেল সান্তানা মেন্ডি। ফ্রান্সে চতুর্থ বিভাগের ক্লাব ওবানিয়ার ফুটবলার ছিলেন তিনি। তবে ২২ বছর বয়সী এই ফুটবলারকে কী কারণে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি ফরাসি পুলিশ।
অ্যাডেলের জন্ম ফ্রান্সে হলেও তার মা-বাবা সেনেগালের। ফ্রান্সের ছোট ক্লাবে খেললেও তার স্বপ্ন ছিল বড় ক্লাবে খেলার। ফ্রান্সের জনপ্রিয় ক্লাব অলিম্পিক মার্সেইয়ের একাডেমির এই ফুটবল খেলেছেন ইংল্যান্ডের ক্লাব ইস্টবোর্ন ও ল্যাংনেতে। গত জুনে ফ্রান্সের ঘরোয়া লিগের চতুর্থ বিভাগের ক্লাব ওবানিয়াতে যোগ দিয়েছিলেন তিনি।
বড় দিনের দুই আগের এই ঘটনায় সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ্য মাধ্যমে পোস্ট করেছে মেন্ডির ক্লাব ওবানিয়া। ছবিসহ পোস্টে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘তার বিদায়ে বিশাল একটি শূন্যতা তৈরি হয়েছে। সে চিরকাল আমাদের একজন হয়ে থাকবেন। আমাদের সমস্ত সমবেদনা তার পরিবারের জন্য।’ ফরাসি পুলিশের দাবি তারা অ্যাডেলের খুনিদের ধরতে তদন্ত শুরু করেছে।
একই দিন অশান্ত ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। মধ্য প্যারিসের গার দ্য লে স্টেশনে কুর্দিস সাংস্কৃতিক কেন্দ্রের কাছে একটি রেস্তোরাঁয় এই বৃদ্ধের গুলিতে তিনজন নিহত হওয়ার পর সংঘর্ষ শুরু হয়।
এ ছাড়া আহত হন আরও অনেকে। ৬৯ বছর বয়সী সেই বৃদ্ধকে আটক করে পুলিশ। পরে এক বিবৃতিতে ফুটবল জানায়, বৃদ্ধ একজন অবসরপ্রাপ্ত ট্রেনচালক এবং তিনি বর্ণবিদ্বেষী। ফ্রান্সে বিদেশিদের উপস্থিতি তিনি সহ্য করতে পারেন না বলে জানিয়েছে পুলিশ।
Array