কাতার বিশ্বকাপর আগে আর্জেন্টিনাকে নিয়ে অনেকেই হয়তো মানত করেছিলেন। যা দেখা যাচ্ছে এখন। এর মধ্যে অন্যতম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া। তিনি মানত করেছিলেন, আর্জেন্টিনা জিতলে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেফুন্তার সমাধি বা মাজারে যাবেন তিনি। কথা রেখেছেন তিনি।
আর্জেন্টিনার ফুটবল প্রধানের জন্ম সান হুয়ানে। সেখানে আছে সন্ত দিফুন্তা কোরেয়ার সমাধি বা মাজার। তাপিয়া এই মাজারের ভক্ত। এখানে এসে কেউ মন খুলে কিছু চাইলে তা পাওয়া যায়। বিনিময়ে রাখতে হয় মাজারে দেয়া প্রতিশ্রুতি। তাপিয়াও চেয়েছিলেন এমন কিছু। প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ট্রফি নিয়ে এখানে আসবেন তিনি।
দুইয়ে উঠে এলো আর্জেন্টিনা, শীর্ষে ব্রাজিলই
তাপিয়া ট্রফি নিয়ে গিয়েছিলেন সেই সমাধিতে। সঙ্গে ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এজেকিয়েল পালাসিওস। বিশ্বকাপের ট্রফিটি সেই সমাধিতে স্পর্শ করিয়ে ফেরেন দুজন। এরপর দেখা করেন সান হুয়ানের মেয়র সের্হিও উনাকের সঙ্গে। ট্রফি নিয়ে দিফুন্তার মাজারে পৌঁছানোর পর স্থানীয় লোকজনের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। অনেকে চেঁচিয়ে বলতে থাকেন, ‘তাঁকে (দিফুন্তা কোরেয়া) বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি দাও।’
এই সমাধিতে আগেও এসেছেন তাপিয়া। আর সেটা ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জয়ের পর। ইতালিকে হারিয়ে জেতা লা ফিনালিসিমার ট্রফি নিয়েও এই সমাধি ঘুড়ে গিয়েছিলেন তাপিয়া। এবার গেলেন ৩৬ বছর পর আরাধ্যের বিশ্বকাপ ট্রফি নিয়ে।
Array