এনজিও তিনটি হলো কেয়ার ইন্টারন্যাশনাল, দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) ও সেভ দ্য চিলড্রেন। সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে জানায়, ‘নারী কর্মীদের’ ছাড়া তারা কাজ চালাতে অক্ষম।
গত বছর ক্ষমতা গ্রহণের পর থেকে আফগান নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করতে থাকে তালেবান সরকার। এতে দেশটির নারী অধিকার ও স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে।
তালেবানের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আবদেল রহমান হাবিব দাবি করেন, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোয় কর্মরত নারী কর্মীরা পোশাক বিধি মানছেন না।
এদিকে এ তিন সংস্থার প্রধানেরা জানান, সংস্থাগুলো এখানকার নারীদের সহযোগিতা না পেলে ২০২১ সালের আগস্ট থেকে লাখো আফগানের প্রয়োজনে তাদের কাছে তারা যৌথভাবে পৌঁছাতে পারত না। এ সময় বেসরকারি সাহায্য সংস্থাগুলোতে নারীরা যেন তাদের জন্য কাজ শুরু করতে পারেন, সেই দাবি জানান তারা।

 
 
                            
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            