বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ প্রথম সেট জিতে নেয় ২৫-১৮ পয়েন্টে। কিরগিজরা শক্তি দেখিয়ে পরের দুই সেট জিতে এগিয়ে যায়। ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে বাংলাদেশ হার মানে।
চতুর্থ সেটে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে সমতায় ফেরে। শেষ সেটটি আরও জমে ওঠে। একপর্যায়ে এগিয়ে থেকে কিরগিজরা ১২-১২ পয়েন্টে সমতায় ফেরে। তবে শেষের দিকে এসে সজীব-সুজনরা চমক দেখান। সমানে সমান ম্যাচ চলাকালীন ১৮-১৬ পয়েন্টে জয় নিশ্চিত করে।
সুজন প্রতিপক্ষের আক্রমণ ব্লক করে দিয়ে স্বাগতিকদের আনন্দে ভাসান।
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা।
নেপালের বিপক্ষে প্রথম সেটে ২৫-২২ হারে শ্রীলঙ্কা, দ্বিতীয় সেট (২৫-১৯) ও তৃতীয় সেট (২৫-১৯) টানা জিতে নেয় লঙ্কানরা। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে (২৫-২০) জয় তুলে নেয় নেপাল। তবে পঞ্চম সেটে (১৫-১০) পয়েন্টে নেপালকে হারিয়ে তৃতীয় হয় শ্রীলঙ্কা।
Array