ব্রাজিলিয়ান ফুটবল তারকা পেলে চলতি বছরের নভেম্বরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন। এখানে প্রায় এক মাস ধরে চিকিৎসা চলছে তার।
বার্তাসংস্থা এপি গতকাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, হাসপাতালে জড়ো হচ্ছেন পেলের পরিবারের সদস্যরা। মূলত ক্যানসার আক্রান্ত পেলের সঙ্গে এক সঙ্গে বড়দিন উদযাপন করতেই হাসপাতালে আসছেন তারা।
ব্রাজিলিয়ান কিংবদন্তির চিকিৎসকরা এ সপ্তাহে জানিয়েছেন, তার শরীরে ক্যানসার বেড়েছে। তারা জানায়, পেলেকে ‘এলিভেটেড কেয়ারে’ রাখা হয়েছে। কিডনি ও হার্টের কার্যকারিতা হারানো রোগীকে এখানে রাখা হয়।
এই তথ্য প্রকাশের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এরপর আর পেলের শারীরিক অবস্থা নিয়ে কোনো কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এপি জানিয়েছে, ৮২ বছর বয়সী পেলের ছেলে এডিনহো শনিবার হাসপাতালে এসেছেন। ব্রাজিলের দক্ষিণ দিকে একটি ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করা এডিনহো এর আগের দিন জানিয়েছিলেন, ‘শুধু ডাক্তাররা তার বাবাকে সহায়তা করতে পারবেন।’
ব্রাজিলিয়ান ফুটবল তারকা পেলে।
ভালো আছেন পেলে, জানালেন নিজেই (ভিডিও)
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন পেলের মেয়ে ক্যালি নাসিমেন্তো। ছবিতে দেখা যায় নাসিমেন্তো তার ভাই এডিনহো ও তার দুই ছেলের সঙ্গে হাসপাতালে বসে আছেন। এর কয়েক ঘণ্টা পর এডিনহো একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায় তিনি পেলের হাত ধরে বসে আছেন। ছবির শিরোনামে তিনি লিখেছেন, ‘বাবা আমার শক্তিই তোমার শক্তি।’
পেলে যখন নভেম্বরে হাসপাতালে ভর্তি হন তখন থেকেই তার সঙ্গে আছেন দুই মেয়ে ফ্লাভিয়া আরান্তেস নাসিমেন্তো এবং ক্যালি নাসিমেন্তো। এদিকে ২০২১ সালে অপারেশনের মাধ্যমে পেলের কোলন থেকে একটি টিউমার অপসারণ করা হয়। তবে ক্যানসার পেলের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গে ছড়িয়ে পড়েছে কিনা সেটি তার পরিবার বা হাসপাতাল কেউই জানায়নি।
Array