প্রথম টেস্টে ১৮৮ রানের বড় ব্যবধানে হার। দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরে ভারতের বিরুদ্ধে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করেও পারেনি বাংলাদেশ। হারতে হয়েছে তিন উইকেটে।
অথচ টেস্টে প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে জয়টা পেতেই পারত বাংলাদেশ। যদি অশ্বিনের ক্যাচটা না ফসকে যেত মুমিনুলের হাত থেকে। অশ্বিন বিদায় নিলে উইকেট থাকত দুটি। প্রতিষ্ঠিত ব্যাটার হিসেবে থাকতেন শ্রেয়াস আয়ার। চাপে থাকত ভারত। কিন্তু সেই সুযোগ নিতে পারেনি স্বাগতিকরা।
ক্যাচ মিসের সুযোগ হেলায় হারায় বাংলাদেশ। অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন থেকে ভারতকে ৩ উইকেটের দারুণ জয় উপহার দেন অশ্বিন ও শ্রেয়াস। তীরে এসে তরী ডুবার অনেক ইতিহাস আছে বাংলাদেশের। দারুণ একটা জয় অল্পের জন্য হাতছাড়া হওয়া স্বাভাবিকভাবেই হতাশ ক্যাপ্টেন সাকিব আল হাসান। তবে দলের লড়াকু মানসিকতায় খুশি তারকা এই অলরাউন্ডার।
ম্যাচের পর সাকিব বলেন, ‘সবাই এখানে (মিরপুর) বেশ ভালো করেছে। তবে শ্রেয়াস ও অশ্বিনের ব্যাটে আমরা চাপে ছিলাম। আমাদের দরকার ছিল আরও একটি উইকেট। যদি-কিন্তু অনেক ছিল, সেগুলো মিললে ভালো হতো। ভাগ্য সহায় হয়নি। প্রথম টেস্টে আমরা ভালো বোলিং করতে পারি নাই। তবে এখানে সেটা করতে পেরেছি। সব মিলিয়ে দলের উত্তুঙ্গ মানসিকতায় আমি খুশি। আশা করি আগামী বছরে আরও ভালো ফল পাব।’
Array