কাজের চাপ থেকে অব্যাহতি পাবেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। পারিবারিক অশান্তি মিটে যাবে। পেশায় চাপ বাড়বে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
অন্যের প্ররোচনায় পা দিলে অর্থ ক্ষতি হবে। অযাচিত আলাপে জড়াবেন না। যানবাহন থেকে বিপদ হতে পারে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে।
মিথুন | ২১ মে-২০ জুন
উচ্চশিক্ষার বিশেষ সুযোগ আসবে। কোনো কারণে মনে ভয় তৈরি হতে পারে। আজকে জমি বেচাকেনা করবেন না। দালাল চক্রের কারণে অর্থ নষ্ট হবে।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
পারিবারিক শান্তি বজায় থাকবে। ব্যবসার উন্নতি থমকে যাবে। সামনে বিপদ আসছে, স্বাস্থ্য বিমা করুন।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
দক্ষিণে যাত্রা করবেন না। না চাইলেও মিথ্যের আশ্রয় নিতে হবে। বড় কোনো আর্থিক লেনদেন না করাই ভালো।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
ব্যবসা বাড়ানোর চিন্তা বাদ দিন। নতুন পথে আয় হতে পারে। সংগীতচর্চায় সুনাম হবে। সম্পর্কে ফাটল ধরতে পারে।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
ব্যবসায় বৃদ্ধির যোগ রয়েছে। সভায় অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পড়তে পারেন। নতুন গৃহ নির্মাণের জন্য ভালো সময়।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
কুসংস্কারের জন্য ক্ষতি হতে পারে। শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে। কাজে দক্ষতার জন্য বিশেষ সম্মান পাবেন। ত্বকের সমস্যায় ভুগবেন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় করুন। পরীক্ষার ফলাফল আশাপ্রদ হবে না। কর্মক্ষেত্রে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে মনোযোগ দিন।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কর্মস্থান প্রতিকূল পরিবেশ তৈরি হবে। সামাজিক কাজে জনপ্রিয়তা বাড়বে। মনে অশান্তি তৈরি হবে। আশাহত হওয়ার যোগ।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সাবেক সম্পর্কের কারণে ঝামেলা হতে পারে। দুর্বলতা প্রকাশ পাবে। ব্যবসার আয় কমে যাবে। মনের ইচ্ছা পূর্ণ হবে। সম্মান বৃদ্ধি পাবে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
ভবিষ্যতের আনন্দের খবর পাবেন। অসৎ ব্যবসা থেকে দূরে থাকুন। নতুন চাকরির যোগ রয়েছে। নতুন করে মানসিক চাপ আসতে পারে।
লিখেছেন : জ্যোতিষী অরিন্দম আচার্য্য