ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত সাতজন। শনিবার (২৪ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগের বাসিন্দা মাইক্রোবাস চালক ইমাম হোসেন (২৫) ও দাগনভূঁঞা উপজেলার রামনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুয়েত প্রবাসী বেলায়েত হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের (৩৫)।
পুলিশ জানায়, হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে কুয়েত প্রবাসী বেলায়েত হোসেনকে নিয়ে ফেনীর দাগনভূঞায় আসছিলেন পরিবারের সদস্যরা। আজ সকাল ৭টার দিকে মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক মো. ইমাম হোসেন নিহত হন। তাৎক্ষণিক খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থলে চালক ও পরে প্রবাসীর স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা প্রবাসী বেলায়েত হোসেন, পরিবারের সদস্য সাবের হোসেন, সাব্বির হোসেন, ফাহমিদা আক্তার, শরিফ উদ্দিন ও লিমন হোসেন। পরে দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Array