ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি যুবক মো. শাহীন মিয়ার (২৮) মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে মরদেহটি বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।
নিহত শাহীন মিয়া বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাছা মিয়ার ছেলে।
শাহীনের এক সহোদর জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে গত ১৩ ডিসেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই যুবক। ওই সময় বিএসএফের টহলদল তাকে আটক করে নির্যাতন চালায়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে পশ্চিমবঙ্গের বনগাঁও থানায় সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, নির্যাতনে অসুস্থ হলে ১৬ ডিসেম্বর সকালে শাহীনকে ভারতের উত্তর২৪ পরগণা জেলার বনগাঁও হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তার মৃত্যু হয়।
মৃত্যুর আটদিন পর বৃহস্পতিবার রাতে তার মরদেহ ফেরত দিলো বিএসএফ।
বেনাপোল চেকপোস্ট আইসিবি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, দুই দেশের প্রশাসন ও হাইকমিশনের হস্তক্ষেপে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মরদেহটি পোর্ট থানা পুলিশ গ্রহণ করেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Array