ajkalerbarta
23rd Dec 2022 10:41 pm | অনলাইন সংস্করণ
ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ ডিসেম্বর) গারে দে লা’স্ট স্টেশন থেকে কিছুটা দূরে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই হামলায় জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির।
পুলিশ বলছে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এ হামলা চালানো হয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
এক দোকানদার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি সাত বা আটটি গুলির শব্দ শুনেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দোকান তালাবদ্ধ করে ভেতরে অবস্থান করেন।
Array