বার্তা কক্ষ
23rd Dec 2022 12:33 pm | অনলাইন সংস্করণ
জেলা প্রতিনিধি, শরীয়তপুর;
পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। সেতুর টোল প্লাজা থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ করা গেছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
তিনি বলেন, শুক্রবার পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়ে। তবে টানা তিন দিনের ছুটির কারণে সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। সেতুর টোল প্লাজা থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির চাপ রয়েছে। তবে যানবাহনের চাপের কারণে টোল প্লাজায় টোল আদায়ে কোনো সমস্যা হচ্ছে না।
Array