আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ যেভাবে এতদিন নেতৃত্ব দিয়ে গেছে, ঠিক সেভাবে আগামীতেও নেতৃত্ব দিয়ে যাবে। একমাত্র আওয়ামী লীগই নির্বাচনের আইনগুলো মেনে দল পরিচালনা করে।’
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সব আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের যে স্বপ্ন সবাই দেখছেন তা আওয়ামী লীগের জন্যই সম্ভব হয়েছে। ঐতিহ্যবাহী এই দলটির জাতীয় সম্মেলনের দিকে সারাদেশের মানুষ তাকিয়ে থাকবেন এটাই স্বাভাবিক।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা যাতে নতুন বই হাতে পেতে পারে ইতোমধ্যে সে বিষয়ে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।
Array