শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের মিনি নিলাম। গত আসরের মতো এ আসরেও নিলামে অবিক্রীত থাকলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
দল না পাওয়াদের তালিকায় বড় নাম হিসেবে আছে সাবেক ইংলিশ অধিনায়ক রাইলি রুশো।
শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। ১০ ফ্র্যাঞ্চাইজির কোনো দল তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখায়নি।
কয়েক আসর ধরেই সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। তবে গত আসরে তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি। ফলে এবার ভিত্তিমূল্যই কমিয়ে দিয়েছেন এই সাকিব। তারকা বাঁহাতি অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু এবার দ্বিতীয় সর্বোচ্চ দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন সাকিব। তারপরও তাকে দলের ভেড়ানো আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো দল।
শুক্রবার বিকেলে আইপিএলের নিলামে প্রাথমিকভাবে ৯৯১ জন ক্রিকেটার নাম জমা দিলেও চূড়ান্ত করে ৪০৫ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার।
দুই দল বাড়িয়ে ১০ দলের আসন্ন আসরে দল পেয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস। ভিত্তিমূল্যের ২ কোটি রুপিতে তাকে টেনেছে গুজরাট টাইটানস। ১.৫ কোটি ভিত্তিমূল্যের হ্যারি ব্রককে ১৩.২৫ কোটি রুপিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কোনো দল আগ্রহ দেখায়নি সাউথ আফ্রিকান হার্ড হিটার রাইলি রুশো ও ইংলিশদের সাবেক অধিনায়ক জো রুটেও।
নিলামে দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের নাম থাকছে। ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আছে ১৩২ জন বিদেশি। সাকিব ছাড়াও নিলামের চূড়ান্ত তালিকায় আছেন আরও তিনজন— লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।
আইপিএলের নিলামে নাম ছিল ছয় বাংলাদেশি ক্রিকেটারের। তবে মোস্তাফিজকে ধরে রেখেছে তার দল রাজস্থান রয়্যালস। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়াদের ডাকা হবে আজ, নির্ধারণ করা হবে কে কোন দলে এবারের ১০ দলের মৌসুমটি খেলবেন।
Array