দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় তিন বাহিনীর সদস্যদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করবো না, তবে যদি কখনও যুদ্ধে জড়িয়ে পড়ি তাহলে যেন জয় লাভ করতে পারি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রনীতি স্পষ্ট। আমরা কারও সঙ্গে যুদ্ধ করব না। তবে আমরা স্বাধীন দেশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব প্রস্তুতি রাখতে হবে। আল্লাহ না করুক, আমরা যদি কখনও যুদ্ধে জড়িয়ে পড়ি তাহলে যেন জয় লাভ করতে পারি এ জন্য তিন বাহিনীকেই প্রস্তুত থাকতে হবে।
প্রধানমন্ত্রী নৌবাহিনীর প্রশংসা করে বলেন, অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কর্ণফুলী টানেলের নিরাপত্তার দায়িত্ব নৌবাহিনীর হাতে দেয়া হয়েছে।
‘আমরা নিজেদের জাহাজ নিজেরাই তৈরি করছি। নৌবাহিনী ক্রেতা বাহিনী থেকে নির্মাতা বাহিনীতে পরিণত হতে যাচ্ছে।’
নতুন কমিশন পাওয়া নৌবাহিনীর তরুণ কর্মকর্তাদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর আপনারাই কান্ডারী। স্বাধীনতা রক্ষা ও দুর্যোগ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমি চাই নবীন অফিসাররা এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করবে। সব সময় সুশৃঙ্খল থাকতে হবে।
একইসঙ্গে তাদের অভিভাবকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সন্তানদের দেশমাতৃকার সেবায় নিয়োজিত করার জন্য। আজ কমিশন পেয়েছে এ জন্য আপনাদেরও অভিনন্দন জানাই।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ৯৬ সাল থেকেই নৌবাহিনীকে আধুনিক করার কাজ করি। ফোর্সেস গোল-২০৩০ প্রণোয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। মোট ৩৬ টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত করি। এভিয়েশন উইং স্থাপন করি। দুটি সাবমেরিন যুক্ত করার মাধ্যমে নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়।
Array