ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। কাজের থেকে বেশি তিনি চর্চায় থাকেন তার জামা কাপড়ের কারণে। উর্ফির স্টাইলের তারিফ করেন কেউ কেউ আবার তার ফ্যাশন বোধ নিয়ে মজা করেন। এমনকী তাকে পোশাকের কারণে ট্রোলও হতে হয় প্রতিনিয়ত। যদিও এই সব কথা পাত্তাও দেন না উর্ফি। তবে এবার এই খোলামেলা পোশাকের কারণেই তাকে আটক করল দুবাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম সংবাদপ্রতিদিনের খবর অনুযায়ী গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) উর্ফিকে আটক করে দুবাই পুলিশ। বেশ কিছুদিন দুবাই ট্যুরে গেছেন মডেল অভিনেত্রী। তার সঙ্গে দেখা গেছে তার বন্ধুকে। এরমাঝেই অভিনেত্রী জানান যে,তিনি অসুস্থ । ল্যারংজাইটিস হয়েছে তার। দুবাইয়ে চিকিৎসকের পরামর্শও নিয়েছেন তিনি। সুস্থ হতেই তার কেটে গেছে অর্ধেক ছুটি, এমনটাই জানিয়েছেন উর্ফি। কিন্তু এর মাঝেই নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবের জন্য শ্যুট করতে গিয়ে বিপাকে পড়লেন উর্ফি।
উর্ফির এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ‘তার বানানো একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য শ্যুট করছিলেন অভিনেত্রী, যা দুবাই পুলিশের মতে একটু বেশিই খোলামেলা। যদিও সেই পোশাক নিয়ে দুবাই পুলিশের কোনও আপত্তি নেই। তাদের আপত্তি যে জায়গায় উর্ফি এই পোশাক পরে শ্যুট করছিলেন, সেটি একটি ওপেন এরিয়া। সেখানে ঐ পোশাক পরার বা শ্যুট করার অনুমতি নেই।
দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে ফটোশুট করার অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হলেন উরফি। উরফির এই ধরনের আচরণের কারণে বাতিল হয়েছে তার ভারতে আসার টিকিটও। সব মিলিয়ে বেশ বড়সড় বিপাকে পড়েছেন উরফি।
Array