শুক্রবার ভারতের ৩৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বাংলাদেশের ‘হাওয়া’। ছবিটি প্রদর্শিত হওয়ার আগে কলকাতার নন্দনের বাইরে দীর্ঘ লাইন পড়ে যায় সিনেমাপ্রেমীদের। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুশি, পরিচালক মেজবাউর রহমান সুমনসহ আরও অনেকে। এ ছাড়া ছিলেন বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জী ও রাজ চক্রবর্তী।
চঞ্চলের অভিনয় নিয়ে অনেক আগেই নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন সৃজিত। সেটা ফেসবুকে স্বীকারও করেছেন অকপটে। নন্দনের সামনেই কলকাতার গণমাধ্যমের মুখোমুখি হন সৃজিত। জানালেন, খুব শিগগিরই চঞ্চলকে পর্দায় দেখা যাবে। তবে একটু ধৈর্য ধরতে হবে।
সৃজিতের পাশে থাকা রাজ চক্রবর্তী জানালেন, কেবলমাত্র এগ্রিমেন্টটা বাকি। ওটা হয়ে গেলেই হয়ে যাবে। অ্যামাউন্ট নিয়ে আলোচনা চলছে!
কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, চঞ্চলকে নিয়ে ছবি বানাবেন সৃজিত। যার চিত্রনাট্য হবে পরিচালক মৃণাল সেনকে ঘিরে। ছবির নাম সম্ভবত ‘পদাতিক’।
Array