ব্যস্ত সময় পার করছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু। ‘ক্ষমা নেই’ নামের অনুদানের একটি সিনেমা পরিচালনা শেষ করে সেন্সরে জমাও দিয়েছেন। হিসেব কষছেন মুক্তিরও আর সে সময় অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী হলেন বরেণ্য এই চলচ্চিত্র চিত্রগ্রাহক।
অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সাধারণ সম্পাদক আসাদ জামান মজনু। তিনি বলেন, গত শুক্রবার হঠা’ করেই বনশ্রীর বাসায় অসুস্থ হয়ে পড়েন মিন্টু ভাই। পরে তাৎক্ষণিক তাকে নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়।
‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিনয়শিল্পী ও সরকারি পদস্থ কর্মকর্তা সুহৃদ মনজুর মোর্শেদকে নিয়ে হাসপাতালে যাই। ভর্তি এবং চিকিৎসার ব্যাপারটি তাৎক্ষণিকভাবে তিনি আন্তরিকভাবে চিকিৎসকদের সঙ্গে কাজ করছেন।’
এ ব্যাপারে মনজুর মোর্শেদ বলেন, তার সমস্যাটি জটিল তবে আল্লাহ ভরসা। আপাতত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সেখানে কিছু পরীক্ষী-নিরীক্ষা হবে এরপর সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা। থেরাপী দরকার হলে তখন নিউরোতে সিফট করা হবে। সত্যি বলতে মিন্টু ভাইয়ের জন্য আমরা আছি, হাল ছাড়ছি না।
জেড এইচ মিন্টুর জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী। কান্না জড়িতকণ্ঠে তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। চোখ মেললেও ঠিক মতো কথা বা কাউকে চিনতে কষ্ট হচ্ছে। সকলের কাছে দোয়া চাই।
মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের ১৫ আগস্ট-পরবর্তী বদলে যাওয়া রাজনীতির গল্প নিয়ে জেড এইচ মিন্টু ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানে ‘ক্ষমা নেই’ নামের ছবির জন্য ৬০ লাখ টাকার অনুদান পেয়েছে। ছবিটির গল্প লিখেছেন শেখ ফজলুর রহমান মারুফ, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে।
দুই বাংলার বরেণ্য চলচ্চিত্র চিত্রগ্রাক সাধন রায়ের সহকারী হিসেবে জেডএইচ মিন্টুর চলচ্চিত্রে হাতে খড়ি হলেও চিত্রগ্রাহক সংস্থার বর্তমান সভাপতি আব্দুল লতিফ বাচ্চুর সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেন।
Array