মোঃ ওমর ফারুক, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ই ডিসেম্বর) সকাল ১১ টায় সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লুর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রকল্প পরিচালক (ডিপিডি) আসলাম হোসেন শেখ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা প্রনম কুমার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিড্যা ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিদ সরদার, সাধারণ সম্পাদক বাতেন মাদবর,সিড্যা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শহিদুল ইসলাস, ইউপি সদস্যগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি সহকারী প্রকল্প পরিচালক বলেন, বর্তমানে সময়ে আমাদের দেশে দেশীয় প্রজাতির অনেক মাছ বিলুপ্ত হয়েছে এবং ধীরে ধীরে আরো বিলুপ্তির পথে।আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে সচেতন করা যাতে আমাদের দেশ থেকে দেশীয় প্রজাতির মাছগুলো হারিয়ে না যায়।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, বর্তমানে কিছু অসাধু মৎস্যজীবী কারেন্ট জাল ব্যবহার করে ব্যাপকহারে মাছের পোনা আহরণ করে এই দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করছে। এ বিষয় এলাকার জনসাধারণকে সচেতন হতে হবে।
এ সম্পর্কে সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু বলেন, আমাদের সিড্যা একটি আর্দশ ইউনিয়ন। আমাদের ইউনিয়নে যেন কোন প্রকার অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার না করা হয় সে দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
Array