পৌষের শুরুতেই সারা দেশে বেড়েছে শীতের প্রকোপে। রাজধানীতেও বাড়ছে শীত। শীতের সঙ্গে পালা দিয়ে বাড়ছে কুয়াশাও। গেল কয়েক দিন ধরেই সকালে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। এরই মধ্যে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে ঠান্ডা।
চুয়াডাঙ্গা ও রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে আরও একাধিক মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকেও তীব্র শীত অনুভুত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসছেন না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
শনিবার সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত কয়েকদিন ধরে তীব্র শীতে লক্ষ্মীপুরে দূভোর্গ বেড়েছে জনজীবনে। তার সাথে কনকনে হিমেল ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষজন।
এদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি হওয়া রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছান্ন। আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। গবেষকরা বলছেন, শীতের শুরুতেই রাজধানীর কুয়াশায় ধুলা মিশে ধোয়াশা তৈরি হয়েছে। যার ফলে দিনভর বিরাজ করছে গুমোট আবহাওয়া।
পৌষের শুরুতেই রাজধানীর ভোরের আকাশে জমাট মেঘ। কুয়াশার চাদর ঢাকা আবহাওয়া প্রায় দুপুর পর্যন্ত। তেজহীন সূর্য মলিন সারা দিন। এ বছর ডিসেম্বরের মাঝ থেকে রাজধানীবাসী শীতের আমেজ পেতে শুরু করেছে।
১৪ ডিসেম্বর থেকে ঢাকার আকাশে দেখা যাচ্ছে কুয়াশার স্তর। দৃষ্টিসীমা করে অড়াল হয়ে যাচ্ছে স্বল্প দূরত্বও। পরিবেশ গবেষকরা বলছেন, রাজধানীর কুয়াশার সাথে যোগ হচ্ছে ধুলা। বৃষ্টি না হওয়ায় এ ধুলাই কুয়াশার সাথে মিশে সৃষ্টি করছে ধোঁয়াশা।
আবহাওয় অধিদপ্তরের তথ্য বলছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে সারা দেশেরআবহাওয়া মেঘলা। উত্তরের বিভাগ রাজশাহী ও রংপুরে এরই মধ্যে তাপমাত্রার পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
Array