ছন্দে থাকা আর্জেন্টিনা ফাইনালেও দেখিয়েছে যাদু। ফ্রান্সকে পাত্তা না দিয়ে শুরু করে ম্যাচ। এরপর পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। গোল করেও থামেনি আলবেসিলেস্তারা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আরেক গোল দিয়ে দলকে স্বপ্নের শিরোপার খুব কাছেই নিয়ে গেছে দি মারিয়া।
কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা। একটি করে গোল করেন মেসি ও দি মারিয়া।
এর আগে দারুণ সব আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগের পরীক্ষা নিচ্ছিল আর্জেন্টিনা। ২১তম মিনিটে বাঁ দিক থেকে আলভারেসের পাওয়া বল বক্স থেকে বাইলাইন দিয়ে শট নিতে যাওয়ার মুহূর্তে ওসমান দেম্বেলের ফাউলের শিকার হন দি মারিয়া। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে আলবেসিলেস্তেদের এগিয়ে নিতে ভুল করেননি লিওনেল মেসি।
৩৬তম মিনিটে উপমেকানোর ভুলে নিজেদের অর্ধে বল পায় মেসি। দারুণ দক্ষতায় মাক আলিস্তারকে বল বাড়ান তিনি। টেনে নিয়ে বক্সে আলিস্তার খুঁজে নেন দি মারিয়াকে। দারুণ এক শটে লরিসকে পরাস্ত করে বল জালে পাঠান জুভেন্টাসের এই ফরোয়ার্ড।
Array