সিরাজগঞ্জের সলঙ্গায় বিবিপিপিএফ’র উদ্যোগে ২৭ জানুয়ারি সলঙ্গা বিদ্রোহ দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় সলঙ্গা সমাজ কল্যাণ সমিতির সহ-সভাতি বাবু গজেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নান্নুর সঞ্চালনায় সমিতি অধিভুক্ত মাওলানা তর্কবাগীশ পাঠাগারে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিবিপিপিএফ ত্রি-দেশিয় কমিটি(ভারত চেপ্টার) এর জয়েন্ট সেক্রেটারী গোপা মুখার্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিপিপিএফ ত্রি-দেশীয় কমিটি (বাংলাদেশ চেপ্টার) এর ভাইস প্রেসিডেন্ট মোত্তালিব হোসেন মিন্টু, বিবিপিপিএফ (বাংলাদেশ চেপ্টার) এর কালচারাল সেক্রেটারি ও ত্রি-দেশিয় কমিটি (ভারত চেপ্টার) এর সংস্কৃতিক সম্পাদক রিতা চক্রবর্তী, বিবিপিপিএফ ত্রি-দেশিয় কমিটির (বাংলাদেশ চেপ্টার) জয়েন্ট সেক্রেটারি আব্দুল খালেক নান্নু, বিবিপিএফ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মান্না রায়হান, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, আল আরাফা হজ্জ গ্রুপের ব্যবস্থাপণা পরিচালক ও বিশিষ্ট সমাজ রুপকার আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জল, সলঙ্গা ডিগ্রী কলেজের অধ্যাপক (অবঃ) মনিরুজ্জামান মাহফুজ, দৈনিক আজকের জনবাণীর সহকারী সম্পাদক ও সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ, জুম ইলেকট্রনিক্সের ব্যবস্থাপণা পরিচালক কে. এম আমিনুল ইসলাম হেলাল, সলঙ্গা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সাচ্ছু, সলঙ্গা সমাজ কল্যাণ সমিতির সমাজ কল্যাণ সম্পাদক মহির উদ্দিন আলমগির, সংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মারুফ হাসান খোকন, ব্যবসায়ী আলাউদ্দিন সরকার, সমাজ কল্যান সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান খান, সদস্য আব্দুর রশিদ, সাংবাদিক রফিকুল ইসলাম মিয়া, আব্দুস সালাম, মিজানুর রহমান, শাহিন রেজা ও জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেনসহ সলঙ্গার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় সলঙ্গা বিদ্রোহের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল নির্মাণ করার সফল বাস্তবায়নসহ আগামী ২৭ জানুয়ারি সলঙ্গা বিদ্রোহ দিবসে এটি আনুষ্ঠানিকভাবে শুভ সুচনা করা হবে বলে ঘোষনা দেওয়া হয় এবং একটি উদযাপন কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়। শেষে সলঙ্গা সমাজ কল্যাণ সমিতির আমৃত্যু সাধারণ সম্পাদক বাবু কালিপদ কুন্ডুর বিদেহী আত্মার প্রতি সম্মাননায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
Array