নেত্রকোনা জেলার আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান ভিপি লিটনের নেতৃত্বে জেলা আওয়ামী নেতৃবৃন্দ শনিবার (১৭ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতেও পুষ্পমাল্য দিয়ে তারা শ্রদ্ধা জানান।
সকালে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় জেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, নেত্রকোনার পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন। দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল হাসান, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, অ্যাডভোকেট আবদুল মতিন, নেত্রকোনার পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, মোহনগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনসহ জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং জেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Array