ajkalerbarta
10th Dec 2022 12:56 pm | অনলাইন সংস্করণ
হেক্সার জয়ের স্বপ্নে আরো একবার ধাক্কা খেল ব্রাজিল। কাতারেও তা পূরণ হলো না। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ১(৪)-১(২) ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। এই হারের পরপরই পদত্যাগের ঘোষণা দেন ব্রাজিল কোচ তিতে।
লম্বা সময় ধরে ব্রাজিল দলের কোচের দায়িত্বে ছিলেন তিতে। তার অধীনে রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হলেও কোপা আমেরিকা জেতে ব্রাজিল।
২০১৬ সাল থেকে কোচের দায়িত্বে থাকা তিতের ট্যাকটিক্স নিয়ে সমালোচনা হচ্ছিলো। বিশেষ করে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ভালো পরিকল্পনা নিয়ে এগুতে পারছিলেন না তিতে। রাশিয়া বিশ্বকাপে তার অধীনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হেরেছিল বেলজিয়ামের কাছে। এবার হারলো ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ছয় বছরে ৮১ ম্যাচে ৬০ জয়, ১৫ ড্র ও ৬ টি হার দেখেছেন তিনি। বিশ্বকাপ না জিতলেও কোচ হিসেবে কোপা আমেরিকা জয়ের স্বাদ পান তিনি।
Array