দুই গোল দিয়ে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ছিল। ঠিক তখনই ডাচরা করে বসল এক গোল। ফলে ২-১ গোলে থাকলেও আর্জেন্টিনা কিছুটা বিপাকেই পড়ে গেছে বৈকি!
ম্যাচের বয়স তখন ৮৩ মিনিট, তখনই ঘটে এই ঘটনা। স্টিভেন বার্ঘাউসের বাড়ানো এক ক্রসে দারুণ এক হেড করেন ভাউট ভের্গহর্স্ট। সেটাই আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের নাগালের বাইরে দিয়ে গিয়ে আছড়ে পড়ে জালে। চলতি ম্যাচে নিজেদের প্রথম শট অন টার্গেটেই গোল, সেইটাই রীতিমতো আর্জেন্টিনাকে দিয়েছে নাড়িয়ে। আর একটা গোল গোল হলেই যে শেষ আটের দ্বিতীয় ম্যাচটায় আর্জেন্টিনাকে ডাচরা নিয়ে যাবে যোগ করা অতিরিক্ত সময়ে!
এর আগে প্রথমার্ধে গোলের অপেক্ষাটা যখন ক্রমেই বাড়ছিল, তখনই মেসির এক মুহূর্তের ঝলকে আর্জেন্টিনা পেয়ে যায় তাদের প্রথম গোল। ম্যাচের ৩৫তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে ছোট একটা ‘শোল্ডার ড্রপে’ মার্কারকে ছিটকে দিলেন, এরপর দারুণ এক থ্রু বল বাড়ান বক্সে এগোতে থাকা মলিনাকে। গোলটা করতে ভুল করেননি তিনি।
এরপর আর্জেন্টিনাকে দ্বিতীয় গোল এনে দেন মেসি নিজে। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে মার্কোস আকুনইয়া প্রতিপক্ষ অর্ধে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।
সেই পেনাল্টি থেকে মেসি গোল করেন। ডাচ গোলরক্ষককে সুযোগই দেননি নড়ার। যার ফলে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে যায়।
Array