বার্তা কক্ষ
10th Dec 2022 4:12 am | অনলাইন সংস্করণ
ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়ে সে লিড খুইয়ে বসেছিল আর্জেন্টিনা, যে কারণে খেলাটা এসে গড়িয়েছে অতিরিক্ত সময়, আর পেনাল্টি শ্যুট আউটে। সেই টাইব্রেকারেও আরেকটু হলে পা হড়কে বসেছিল লিওনেল মেসির দল। তবে শেষমেশ সে শঙ্কা কাটিয়ে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল লিওনেল স্ক্যালোনির দল।
দুই গোল দিয়ে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ছিল। ঠিক তখনই ডাচরা করে বসল এক গোল। ফলে ২-১ গোলে থাকলেও আর্জেন্টিনা কিছুটা বিপাকেই পড়ে গেছে বৈকি।ঠিক খেলার শেষ মিনিটে আরো একটি গোল করে বসে নেদারল্যান্ডস। এতে ম্যাচের সমতা ফিরে আসে। ২-২ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হলেও কোন দল গোল করতে পারিনি।
শেষ পর্যায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচ। এতে ৪-৩ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা।
Array