মেসিকে আটকাতে পারলেই যেন আর্জেন্টিনাকে অনেকখানি রুখে দেওয়া যাবে। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা মেসির খেলা যারা খেলায় করে দেখছেন, তারা একথা মানতে অনেকটা বাধ্য।
একরকম ওয়ানম্যান আর্মি হয়েই খাদ থেকে টেনে তুলে লিওনেল মেসি দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে।
শুক্রবার দিবাগত রাতে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডস মাঠে নামছে। ডাচ কোচ লুইস ফন গাল সেই আগ মুহূর্ত জানিয়েছেন, আর্জেন্টাইন তারকার একটা দুর্বলতা খুঁজে পেয়েছেন তিনি।
ফন গালের কাছে মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তিনি চান, মেসির দুর্বলতা কাজে লাগিয়েই কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে বাজিমাত করতে, ‘মেসি খুবই ভালো একজন খেলোয়াড়। সে সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় আর্জেন্টিনার। অসম্ভব সৃষ্টিশীলও। সে গোলের অনেক সুযোগ তৈরি করতে পারে, গোলও করতে পারে। কিন্তু তার একট দুর্বলতাও আছে। যখন সে প্রতিপক্ষের কাছে বল হারায়, তখন সে বলটা ফিরে পাওয়ার তেমন চেষ্টা করে না। আমাদের এই দুর্বলতাকেই ভালোভাবে কাজে লাগাতে হবে।’
Array