ajkalerbarta
09th Dec 2022 9:34 am | অনলাইন সংস্করণ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা, ২০ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৮০০০ মিঃ লিঃ এবং ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ডিএমপি।
Array