একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। অভিনয়ের পাশাপাশি নাট্যকার, পরিচালক ও লেখক হিসেবেও রয়েছে তার পরিচিতি।
দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম লেখা ছাড়াও প্রতি বছর গল্প-উপন্যাসের বই প্রকাশ করে আসছেন আবুল হায়াত। সেই ধারবাহিকতায় আসছে বছরের বইমেলায় আবুল হায়াতের নতুন একটি উপন্যাস প্রকাশিত হবে।
জানা গেছে, উপন্যাসটির নাম ‘রঞ্জিত গোধূলি’। আসছে বইমেলায় বইটি প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত হবে।
গত বছর বইমেলায় তার লেখা ‘আষাঢ়ে’ প্রকাশিত হয়। আবুল হায়াতের লেখা ‘আপ্লুত মরু’ নামে প্রথম বই প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর থেকে ধারাবাহিকভাবে লিখে চলেছেন গুণী এই অভিনেতা।
গল্প-উপন্যাস ও নাটকের পাশাপাশি কয়েক বছর ধরে আত্মজীবনী লেখাও শুরু করেছেন তিনি।
এদিকে, সম্প্রতি আবুল হায়াত একটি এক ঘণ্টার নাটক পরিচালনা করেছেন। এর নাম ‘এসো শ্যামল সুন্দর’।
Array