ঘোষণার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন, পর্দায় কে হবেন মৃণাল সেন? ধারণা করা হচ্ছে, সৃজিতের কাছ থেকে শিগগিরই মিলবে সে জবাব।
বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেনের ৯৯তম জন্মবার্ষিকী ছিল গত মে মাসে। সেসময় পদাতিক নামের একটি বায়োপিক নির্মাণের ঘোষণা আসে।
মৃণাল সেনের ছেলে কতুাল সেনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত ও সৃজিত মুখার্জি মিলে নির্মাণ করবেন তিনটি সিনেমা।
তিন পরিচালকের মধ্যে সৃজিতের সিনেমা নিয়ে পাওয়া গেছে নতুন কিছু তথ্য। ঘোষণার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন, পর্দায় কে হবেন মৃণাল সেন? ধারণা করা হচ্ছে, সৃজিতের কাছ থেকে শিগগিরই মিলবে সে জবাব।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃণালের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে কারাগার খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
বুধবার প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চঞ্চল চৌধুরীকে পদাতিক-এ মৃণাল সেনের চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন সৃজিত।
প্রস্তাব পাওয়ার বিষয়টি চঞ্চল স্বীকার করেছেন কাছে। বুধবার দুুপুরে চঞ্চল চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘আমাদের আলোচনা চলছে, এখনও কিছু চূড়ান্ত হয়নি।’
আগামী বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে গুণী এ পরিচালককে সম্মান জানাতেই তিনটি সিনেমার কাজ চলছে টালিউডে।
Array