বড় পরদায় একাধিক পার্শ্বচরিত্রে দর্শক দেখেছেন অরুণা ইরানিকে। তবে, অরুণা মাঝেমধ্যে নিজেও বিশ্বাস করতে পারেন না দর্শকরা কত সহজে একজন অভিনেত্রীকে অন্য সিনেমায় অন্য কোনও চরিত্রে মেনে নেয়। অরুণা সেই সময়ের কথা মনে করলেন যখন একটি ছবিতে তাঁকে অভিনয় করতে হয়েছিল সঞ্জয় দত্তের মায়ের চরিত্রে। আর ঠিক তাঁর পরের সিনেমাতেই সঞ্জয়কে ‘সিডিউসড’ করেছিলেন তিনি।
১৯৬১ সালে ‘গঙ্গা যমুনা’ দিয়ে অভিনয় শুরু অরুণার একজন শিশুশিল্পী হিসেবে। এরপর কারভা, বম্বে টু গোয়া, ববির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সঞ্জয় দত্ত ছিলেন অরুণার থেকে ১৩ বছরের ছোট, রকি দিয়ে পা রাখেন বলিউডে।
সঞ্জয় দত্তের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে অরুণা জানিয়েছেন, ‘আমি বলিউডের বহু অভিনেতার সাথে কাজ করেছি। আর সত্য়ি বলতে আলাদা করে কারও নাম নিতে চাই না কারণ প্রত্যেকেই দুর্দান্ত। সঞ্জয় দত্তের সাথে কাজের অভিজ্ঞতাও অসাধারণ। ওর ডেবিউ সিনেমায় আমি ওঁর মায়ের চরিত্রে অভিনয় করেছিলাম। আর পরের ছবিতেই ওকে সিডিউসড করেছি। আমি সত্যি জানি না এটা তখন বা এখন দর্শক কী করে মেনে নিয়েছে।’
কিছুদিন আগে ‘রকি’ নিয়ে টুইট করতে দেখা গিয়েছিল সঞ্জয়কেও। লিখেছিলেন, ‘একটা সিনেমা যেটা আমাকে অভিনেতা হওয়ার মর্ম প্রথম বুঝিয়েছে তা হচ্ছে রকি। আজ সেই সিনেমার ৩৭ বছর। আও যখন পিছন ফিরে দেখি তখন আমার মন ভরে ওঠে যে ভালোবাসা ও শুভেচ্ছা-আশীর্বাদ আমি পেয়েছিলাম তার কথা ভেবে।’
প্রসঙ্গত সিনেমার পরে একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন অরুণা। যার মধ্যে রয়েছে মেহেন্দি তেরে নাম কি, দেশ মে নিকলা হোগা চান্দ, রাব্বা ইশক না হোবে, বিদাই। তবে করোনার কারণে স্বাস্থ্য ও বয়সের কথা মাথায় রেখে আপাতত নিজেকে অভিনয় থেকে দূরেই রেখেছেন তিনি।
Array