বলিউডের জনপ্রিয় খলনায়ক অভিনেতা শক্তি কাপুর। তবে শুধু খলনায়ক নয়, বরং কৌতুক অভিনেতা হিসেবেও কাজ করে সফল তিনি। আর এই সফলতার পেছনে তিন থাপ্পড় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি ‘দ্য কাপিল শর্মা’ শোতে এ কথা বলেন তিনি। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘দ্য কাপিল শর্মা’ শোতে আসেন শক্তি কাপুরসহ তৎকালীন সময়ের বিখ্যাত কৌতুক অভিনেতা আসরানি ও টিকু তালসানিয়া। সেখানেই নিজের জীবনের উত্থান-পতনের গল্প বলেন শক্তি। একই সঙ্গে জানান শুটিং সেটের স্মরণীয় কিছু মুহূর্তের কথা।
শক্তি কাপুর জানান, বহু তারকা অভিনীত ‘সত্তে পে সত্তা’ ছবিতে প্রথম কৌতুক চরিত্রে অভিনয় করেন তিনি। সে সময় অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন এই অভিনেতা। এরপরই ‘মাওয়ালি’ নামে একটি ছবির প্রস্তাব পান শক্তি। এই সিনেমার শুটিংয়ে প্রথম শট দেওয়ার পরই তাকে থাপ্পড় মারেন কাদের খান। এর পর একই সেটে অভিনেত্রী অরুণা ইরানির কাছ থেকে খেলেন দ্বিতীয় থাপ্পড়। তৃতীয়বারও ফের চড় খেলেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনার পর শক্তি ভেবেছিলেন, বলিউড ছেড়ে দেবেন। তবে সে সময় শক্তির পাশে দাঁড়ান অজয় দেবগনের বাবা ও ‘মাওয়ালি’ ছবির ফাইটমাস্টার বীরু দেবগন। তাকে বুঝিয়ে আবারও শুটিংয়ে পাঠান বীরু।
শক্তি বলেন, ‘বীরুজি ডেকে বলেন, চরিত্রের প্রয়োজনে চড় খেতে হলে খাবে, তাতে লজ্জার কী আছে? ছবিটি পরে বিরাট হিট হয় এবং আমার অভিনয়ও প্রশংসিত হয়।’
Array