বার্তা কক্ষ
08th Dec 2022 4:51 pm | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মাঠে থাকবে আওয়ামী লীগ। আক্রমণ করবো না, তবে আক্রমণ হলে সমুচিত জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ করে সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগও রাস্তা বন্ধ করে কোনো সমাবেশ করবে না।