মোঃ আতাউর রহমান, লালপুর(নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলাম পুর নিবাসী বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিন মৃত্যুবরণ করেন। পরে উপজেলা প্রশাসন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দাফন কার্য সম্পূর্ণ করেন।
সোমবার (৫নভেম্বর) সকালে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিন স্বাধীনতা যুদ্ধের সময় দেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল। তার অবদানের কথা জাতি ভুলবে না।
বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন। নাটোর-১( লালপুর – বাগাতিপাড়ার) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এছাড়াও সাবেক সাংসদ মোঃ আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু, সহ-সভাপতি মোঃ মাহামুদুল হক মুকুলসহ আরো অনেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিকেল মরহুম বীরমুক্তিযোদ্ধা ইছার উদ্দিনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
Array