এ সময় তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। মতিঝিল জোনের পুলিশের এক কর্মকর্তা জানান, ১০ তারিখেরে সমাবেশের জন্য বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমোদন দিয়েছে ডিএমপি। ওই স্থান ছাড়া সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থানে কঠোর থাকবে বলে জানিয়েছে।
এদিকে মঙ্গলবার(৬ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে বিএনপির অবস্থান অনড় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা বিএনপির জন্য নিরাপদ নয় দাবি করে রিজভী বলেন, তারা হয়তো আমাদের বিরুদ্ধে অনেকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করতে পারে। তাই আমরা মনে করি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা নিরাপদ নয়।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে দেখা যায় নেতাকর্মীরা খাবার সংরক্ষণ করছে। নিয়ে আসা হয়েছে মাইক। গণসমাবেশের বাকি এখনও তিন দিন। এরমধ্যে পর্যাপ্ত পানি, বিস্কুট, চিড়া, মিঠায় ও খিচুড়ি রান্নার ব্যবস্থা করা হয়েছে। গণসমাবেশে আসা নেতাকর্মীদের যেন খাবারের কষ্ট করতে না হয়, সেজন্য আগে থেকেই এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে।