টুইটারের মালিকানা হাতে পাওয়ার পরপরই টুইটারের নিষেধাজ্ঞার কবলে পড়া অ্যাকাউন্টগুলোকে সচল করার ইঙ্গিত দিয়েছিলেন নতুন মালিক ইলন মাস্ক। এ বিষয়ে টুইটার ব্যবহারকারীদের ওপর জরিপও চালান তিনি। জরিপের ফলাফল নিজের পক্ষে আসায় এরই মধ্যে নিষেধাজ্ঞার কবলে পড়া ১২ হাজার টুইটার অ্যাকাউন্ট সচল করেছেন তিনি।
ইন্ডিয়া টাইমস জানিয়েছে, নিষেধাজ্ঞার কবলে পড়া অ্যাকাউন্টগুলোর বিষয়ে মাস্ক ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করলেও সব অ্যাকাউন্ট সচল করা হবে না। ১০ হাজারের বেশি অনুসারী থাকা জনপ্রিয় অ্যাকাউন্টগুলোই কেবল সচল করতে চান মাস্ক।
টুইটারের নিষেধাজ্ঞার কবলে পড়া এ ধরনের অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ৬২ হাজার। আর তাই ধারণা করা হচ্ছে, টুইটারের নিষেধাজ্ঞার কবলে পড়া মোট ৬২ হাজার অ্যাকাউন্ট সচল করা হতে পারে।
উল্লেখ্য, সচল করা অ্যাকাউন্টের তালিকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টও রয়েছে। ২০২১ সালে ট্রাম্পের সমর্থকেরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালালে তার টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়।
Array