ajkalerbarta
06th Dec 2022 12:01 am | অনলাইন সংস্করণ
বন্ধ হয়ে যাওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে।
সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
দিনভর কেন্দ্রে কেন্দ্রে একতরফা প্রভাব বিস্তার ও ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। ১২ অক্টোবর বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর থেকেই একজনের ভোট আরেকজন দিয়েছেন এবং পক্ষপাতমূলক আচরণ করেছেন নির্বাচন কর্মকর্তারা। পাশাপাশি গোপনকক্ষে একাধিক ব্যক্তির উপস্থিতি ও সরকারদলীয় প্রার্থীর এজেন্টদের নিয়মের বাইরে গিয়ে তৎপরতা চালানোর অভিযোগ এনে পুরো আসনের ভোট বন্ধ করা হয়।
Array