বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ১০ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেদিন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না। সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশকে রাজাকার-আলবদরের হাতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমরা তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাই।
বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। অন্যদের মধ্যে
সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোজী রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।
বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
Array