জবি প্রতিনিধি: ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) জবি পিডিএফের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ বছরে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’।
এদিন সকাল দশটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক, পিডিএফ জবি শাখার উপদেষ্টা ড. মো. আইনুল হক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, পিডিএফ ইয়ুথ নেটের সদস্যবৃন্দ, জবি পিডিএফ এর ভলেন্টিয়ারবৃন্দ, প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য অপ্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জবি পিডিএফের উপদেষ্টা ড. মো. আইনুল হক স্যার প্রতিবন্ধী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জবির নতুন ক্যাম্পাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার বিষয়টি মাস্টারপ্লানে নিশ্চিত করা হয়েছে। এবার নতুন যেই ব্যাচটি ভর্তি হবে তাদের সবাইকে নিয়ে একটা নবীন বরন অনুষ্ঠান জানুয়ারিতে আয়োজন করা হবে এবং এদের নিয়ে আরও পরিকল্পনা করা হচ্ছে।
এছাড়াও জবি পিডিএফ এর সভাপতি রাকিব হাসান তার সমাপনী বক্তব্যে জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ইনক্লুসিভ ক্যাম্পাস গঠনের জন্য জবি পিডিএফ কাজ করে যাচ্ছে।
পিডিএফ-এর বিভিন্ন প্রোগ্রামে তাদের উপস্থিতি বাড়ানোর জন্য এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের গঠনমূলক কাজে সংযুক্তির জন্য পিডিএফ জবি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ট্রেইনিং এর পরিকল্পনা করেছে। এছাড়াও আগামী প্রোগ্রামের সফল ভাবে সম্পন্ন করার জন্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের এবং অপ্রতিবন্ধী শিক্ষার্থীদেরসহ সকলের সহযোগিতা কামনা করেন।
Array