কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অফিস সহায়ক এক নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে হাবিবুল ইসলাম নামের এক প্রধান শিক্ষককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার সদর ইউনিয়নের রুপালি কেশবা গ্রামের কলেজ পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত প্রধান শিক্ষক মুসা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব পাটোয়ারী পাড়া গ্রামের মৃত বাছান আলীর ছেলে।
এ ঘটনায় রোববার ভুক্তভোগী নিজে বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর-৫। ভুক্তভোগীকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা ওসিসি ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, ‘ভুক্তভোগী উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অফিস সহায়ক পদে চাকরি করেন। ওই শিক্ষক বিয়ের প্রলোভনে অসৎ উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। শনিবার রাতে ঘরে ঢুকলে তাকে আটক করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনা স্থল থেকে ২ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিকে রোববার (৪ ডিসেম্বর) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।’
Array