কবি নাসির আহমেদের জন্মদিন আজ। ৫ ডিসেম্বর ১৯৫২ সালের এই দিনে দ্বীপজেলা ভোলা সদরের আলীনগর গ্রামে তার জন্ম। কবি নাসির আহমেদ ছাত্র জীবন থেকেই সাংবাদিকতা শুরু করেন। দৈনিক বাংলা, দৈনিক জনকন্ঠ, দৈনিক সমকাল, দৈনিক বর্তমান ও বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) পদসহ বিভিন্ন দৈনিকে দায়িত্ব পালন করেছেন তিনি।
কবিতা, গান, টিভি নাটক, শিশু সাহিত্য, ছোটগল্প, কলামসহ সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে কবি নাসির আহমেদের স্বচ্ছন্দ্য বিচরণ।
কবিতায় “বাংলা একাডেমী পুরস্কার”, ভারতের “বিষ্ণু দে পুরস্কার”, “মাইকেল মদুসুধন দত্ত পুরস্কার”, “বাংলাদেশ লেখিকা সংঘ পদক”, “কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার” “শিল্পি বশীর আহম্মেদ স্মৃতি সম্মাননা” এবং নাটকে“বাচসাচ পুরস্কার” সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই কবি।
কবি নাসির আহমেদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : আকুলতা শুভ্রতার জন্য, বৃক্ষমঙ্গল, ভালো থাকার নির্দেশ আছে, তোমার জন্য অনিন্দিতা, একাত্তরের পদাবলি, মিশে যাবো তোমার সবুজে ইত্যাদি।
Array