• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইবি শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী হলেন যারা! 

     বার্তা কক্ষ 
    05th Dec 2022 5:21 pm  |  অনলাইন সংস্করণ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন “শাপলা ফোরামের” কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) পৌঁনে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এতে ৩০জন প্রার্থীর মধ্যে ১৫জন জয়লাভ করেছেন। নির্বাচনে মোট ২৫২জন ভোটারের মধ্যে ২২৫জন শিক্ষক ভোট দিয়েছেন। এছাড়া নীতিমালার বাইরে হওয়ায় ৭টি ভোট বাতিল করা হয়েছে।

    পরে সন্ধ্যা পৌঁনে ৮টায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনের সদস্য অধ্যাপক ড. সজীব আলী ও কে এম শরফুদ্দিন।

     

    জানা যায়, নির্বাচনে সর্বোচ্চ ১৬২ ভোট পেয়ে প্রথম হয়েছেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান। এছাড়াও ক্রমান্বয়ে বিজয়ীরা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান পেয়েছেন ১৪৪ ভোট, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন পেয়েছেন ১৩৪ ভোট।

     

    কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইব্রাহীম আব্দুল্লাহ পেয়েছেন ১৩১ ভোট, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান পেয়েছেন ১২১ ভোট, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ পেয়েছেন ১১৯ ভোট এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১১৭ ভোট।

    এছাড়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী ভোট পেয়েছেন ১১৭ভোট, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন পেয়েছেন ১১৭ ভোট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়শ্রী সেন পেয়েছেন ১১৭ ভোট, বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন পেয়েছেন ১১৬ ভোট।

    অন্যদিকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দার পেয়েছেন  ১১৬ ভোট, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী পেয়েচেন ১১৫ ভোট), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান পেয়েচেন ১১৪ ভোট ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান পেয়েচেন ১১৪ ভোট।

    নির্বাচন কমিশনের আহ্বায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘কোনো প্রকার অসঙ্গতি ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আলোচনা সাপেক্ষে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031