দুই গোলে এগিয়ে বেশ স্বস্তিতেই ছিল লিওনেল মেসির দল। আক্রমণও হচ্ছিল বেশ সাবলীলই। তবে অনেকটাই স্রোতের বিপরীতে গোলটা পেয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাচের ৭৭তম মিনিটে ক্রেইগ গুডউইন বক্সের সামনে খানিকটা ফাঁকা জায়গা পেয়ে যান। ২৫ গজ দূর থেকেই নিয়ে বসেন শটটা। বক্সের ভেতর থাকা এনজো ফের্নান্দেজের মুখে লেগে বলটা দিক বদলে ফেলে। পুরো রক্ষণ তো বটেই, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকেও ফাঁকি দিয়ে বলটা জড়ায় জালে। এক গোল শোধ করে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া।
এর আগে প্রথমার্ধে অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙেন লিওনেল মেসি। তার দারুণ এক গোলে এগিয়ে আর্জেন্টিনা যায় বিরতিতে। এরপর ৫৭ মিনিটে ইউলিয়ান অ্যালভারেজের দারুণ বুদ্ধিদীপ্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা।