কানায় কানায় ভরে পূর্ণ চট্টগ্রামের পলোগ্রাউন্ড। তিল ধারণের ঠাঁই নেই। রবিবার (০৪ ডিসেম্বর) দুপুর ২টা থেকে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকে পলোগ্রাউন্ডে জমায়েত শুরু হতে থাকে। ১১টার মধ্যে জনসভার মাঠ পলোগ্রাউন্ড লোকে লোকারণ্য হয়ে উঠে।
সকাল ১০টা থেকে অনানুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতা, মন্ত্রী-এমপিরা উপস্থিত আছেন। দলের বি়ভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ-তে সেনাবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন। এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে দুপুরে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা থেকে চট্টগ্রামের ৩০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তার পৌঁছানোর কথা রয়েছে।
Array