- মোঃ আতাউর রহমান, নাটোর প্রতিনিধি.
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি(পাস ও অনার্স) কলেজের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার ( ৩০শে নভেম্বর) অধ্যক্ষ মোঃ বাবুল আকতারের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক স্বাধীন কুমার পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্নিং বডির সভাপতি শামীমা সুলতানা।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন গোপালপুর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নুর -নবী,
নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ গাউসুল আজম,রুইগাড়ী হাইস্কুলের প্রধানশিক্ষক মোছাঃ রোজিনা খাতুন, দাঁইড়পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানসহ আরো অনেকে।
শুভেচ্ছা বক্তৃতায় অধ্যক্ষ বাবুল আকতার বলেন,শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের আরও দায়িত্ববান হতে হবে,কারন শিক্ষাপ্রতিষ্ঠানে যদি আমরা ভালো ভাবে ছাত্র ছাত্রীদের শিক্ষা দিতে পারি, তাহলে সকল বিষয় তারা ভালো ভাবে বুঝতে পারবে। ফলে একদিকে প্রতিষ্ঠান এবং ছাত্র ছাত্রীদের ভালো রেজাল্ট হবে অন্যদিকে আমরা জাতি হিসাবে শিক্ষিত জাতি হিসাবে গর্ববোধ করতে পারবো। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অবশ্য আছে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা মতবিনিময় সভায় বক্তব্যে বলেন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। কারন ভালো শিক্ষকেরাই পারে ভালো মানের শিক্ষা দিতে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষকেরা সঠিক ভাবে দায়িত্ব পালন করে তাহলে শিক্ষার মান অবশ্যই উন্নয়ন হবে। তিনি আরও বলেন সরকার শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। ফলে শিক্ষকগণ আরও দক্ষ হয়ে উঠে। সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ল্যাব করে দিচ্ছে, যাতে ছাত্র ছাত্রীরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাই আমাদের দেশের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
মতবিনিময় সভার শেষে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শুভেচ্ছা উপহার হিসেবে ২০২৩ সালের ডায়রি ও কলম উপহার দেওয়া হয়।
Array