ajkalerbarta
30th Nov 2022 10:39 pm | অনলাইন সংস্করণ
বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফাতেহির মঞ্চে আগমনের অপেক্ষা। সমস্বরে সবাই স্লোগান দিচ্ছেন- ‘নোরা নোরা নোরা।’ অভিনেত্রী নোরা ফাতেহি তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।
সংযুক্ত আরব আমিরাতের কাতারে বসেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। এই আসরে নোরা ফাতেহি পারফর্ম করবেন তা আগেই জানা গেছে। অবশেষে ফিফা ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করলেন নোরা। মঞ্চে তার আবেদনময়ী উপস্থিতি ও ঝড় তোলা নাচ মুগ্ধ করেছে ভক্তদের।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গলফ টাইমস ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দোহার আল বিদা পার্কে অনুষ্ঠিত হয় ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। এতে পারফর্ম করেন ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি।
এছাড়া তিনি খেলা দেখতে মাঠেও যান, যেখানকার ভিডিও তিনি শেয়ারও করেন।
প্রসঙ্গত, ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।
Array