- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সুশাসন প্রতিষ্ঠার লক্ষে অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কাজের জবাবদিহিতা থাকলে স্বচ্ছতা বাড়ে। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য এরকম একটা আয়োজন করা হয়েছে। আমরা প্রতিটি কাজ প্রায় সম্পূর্ণ করেছি, কিছু কাজ বাদ আছে যা দ্রুত সময়ের মধ্যে শেষ হবে।’
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক জনাব এস.এম.গোলাম হায়দার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বাধন মনি, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ উপ-পরিচালক মো. মাহবুবুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
Array