বার্তা কক্ষ
29th Nov 2022 10:51 am | অনলাইন সংস্করণ
ম্যাচের ৮৩ মিনিটে গোল করে সেলেকাওদের মুখে হাসি ফোটান ক্যাসেমিরো
ইনজুরিগ্রস্ত দলে ছিলেন না দলের প্রাণভোমরা নেইমার। আবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে জয় না পাওয়ার সমীকরণও চোখ পাকাচ্ছিল পুরোদমে।
নানা শঙ্কা চেপে ধরেছিল সেলেকাও শিবিরে। প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ভিনিসিউসের গোল অফসাইডের কারণে বাতিল হওয়া পর ব্রাজিল ভক্তদের ছিল চরম হতাশায়। শেষ পর্যন্ত সেলেকাওদের মুখে হাসি ফোটান ক্যাসেমিরো।
তার করা একমাত্র গোলেই সুইস গেরো কাটিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল (১-০)।
Array