নিজস্ব প্রতিবেদক/
পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের।
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১০ ডিসেম্বর কিছুই হবে না। ওই দিন আমরাও মাঠে থাকব। তাদের (বিএনপি) কোনো বাধা দেব না। কিন্তু তারা যদি আগুন নিয়ে খেলতে চান, লাঠি নিয়ে খেলতে চান, তাহলে আমরা তা হতে দেব না। বিএনপির সঙ্গে খেলা হবে। খেলা হবে নির্বাচনে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে ভোট চোরের বিরুদ্ধে।’
রোববার (২৭ নভেম্বর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী ভাষণে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন। বিশ্বের কোথায় আছে তত্ত্বাবধায়ক সরকার? একসময় খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন। এই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা উচ্চ আদালত বাতিল করে দিয়েছেন। এখন তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভট দাবি করছে বিএনপি।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের নির্বাচন পৃথিবীর অন্যান্য দেশের মতো হবে। বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছে। আগুন–সন্ত্রাস করেছে। কানাডার আদালত তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের মানুষ বোকা নন। মানুষকে ধোঁকা দিয়ে ফখরুল সাহেব বোকা বানাতে পারবেন না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘দেশে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কোথাও কোনো দেশে কেউ সরকার পতনের দাবি করছে না। অথচ যে সরকার উন্নয়নের রেকর্ড করেছে, বিএনপি সেই সরকারের পতন চায়। কিসের আন্দোলন? ১০ ডিসেম্বর আমরাও মাঠে থাকব। দেখা যাবে কত ধানে কত চাল।’
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।
Array