নেত্রকোণা (মদন) প্রতিনিধি/ নেত্রকোণার মদনে দুই গরু চোরকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কেশজানি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী এলাকার দষাশি গ্রামের একটি জঙ্গল থেকে পাঁচটি গরু উদ্ধার করেন।
জোসেফ মিয়া (৩৫) উপজেলার জয়পাশা গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং মাসুদ রানা (৩০) কেশজানি গ্রামের লালচান মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, লুৎফর রহমান উপজেলার কেশজানি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। প্রতিদিনের ন্যায় তিনি গত ২৩ নভেম্বর রাতে গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে গোয়াল ঘরে গরু না পেয়ে থানায় এসে মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আসামিদের গ্রেপ্তার এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে বারড়ী এলাকার দষাশির একটি জঙ্গল থেকে গরুগুলো উদ্ধার করে পুলিশ।
পরে রোববার (২৭ নভেম্বর) সকালে আসামিদেরকে নেত্রকোণার আদালতে প্রেরণ করা হয়।