ঠাকুরগাঁয় প্রতিনিধি/
ঠাকুরগাঁয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টার সময় সদর উপজেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর বিলডাঙ্গী এলাকায় ঢাকাগামী হানিফ কোচ ও মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫), মাসুদুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদ্রাসার বার্ষিক পরিক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমিকে নিয়ে সকালে মাসুদুর রহমান ও তার স্ত্রী রহিমা বেগম রোড মথুরাপুর থেকে মোটরসাইকেল যোগে লক্ষীপুর মাদ্রাসার উদ্দেশ্যে রাওনা দেয়। অপরদিকে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ কোচটি বিলডাঙ্গী এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় মা রহিমা বেগম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘন্টার ব্যবধানে প্রথমে মেয়ে ও পরে বাবার মৃত্যু হয়।
হাসপাতালে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুজন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Array